বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার আদমদীঘিতে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে আনছার আলী প্রমানিক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার বেলা ১১টায় তিনি মারা যান।
নিহত আনছার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার মৃত সজয় প্রামানিকের ছেলে। তবে তিনি কোনো প্রার্থীর কর্মী বা সমর্থক নন।
জানা যায়, সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন কৃষক আনছার আলী। ভোট দিয়ে তিনি একটি দোকান থেকে পান খেয়ে বাড়ি ফিরেন। বাড়ি ফিরেই টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। বেলা ১১টায় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।