শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আশফাক আহমদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার রাতে উপজেলার চান্দগ্রাম বাজারে নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আজির উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ইমাদ উদ্দিন মানিক ও মাওলানা মো. আব্দুল বাসিতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য হেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুল মুহাইমিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাদিকুর রহমান রুমেল, বড়লেখা উপজেলা জামায়াতের শূরা সদস্য ও নিজবাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবু তাহের, উলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আশিকুর রহমান, প্রবাসী সাংবাদিক নুরুল বিন ওয়াহিদ, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামাল হোসেন ও সেক্রেটারি ছাব্বির হোসেন, চান্দগ্রাম ইউনিটের শিবির সভাপতি মো. তারেকুল ইসলাম প্রমুখ।