বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আশফাক আহমদ, বড়লেখাঃ
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণী ইউনিয়নের উত্তর মোনারাই গ্রামে কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি এর অর্থায়নে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মাওলানা আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব চাব্বির আহমদ, উপজেলা জামায়াতের নায়াবে আমীর ফয়সল আহমেদ, উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য প্রভাষক আব্দুল মোহাইমিন, প্রকল্পের সমন্বয় কাতার প্রবাসী আসহাব উদ্দিন জুয়েল, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী জিয়াউল হক, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশফাক আহমদ সহ অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিয়ান।
উল্লেখ্য, মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয় কাতারি এক লক্ষ রিয়াল। যা কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি সাদকাহে যারিয়া হিসেবে অনুদান করবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি এবং শায়েখ আমির আল জাবেরী সহ অন্যান্য সংশ্লিষ্ট সবার মা-বাবার জন্য বিশেষ দোয়া করা হয়।