শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আশফাক আহমদ, বড়লেখাঃ
বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্লিপ) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।
মেলায় স্থানীয় উৎপাদিত কৃষি পণ্যের ২৪ টি স্টল খোলা হয়েছে। ৩দিন ব্যাপি এই মেলা শনিবার বিকেলে সমাপ্তি হবে।
উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।