শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোল্লা তানিয়া ইসলাম তমা, তুরাগঃ
ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব, তাই এই সরকারের আমলে দাবী আদায়ের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয় না ।
শ্রমিকদের এখন অধিকার আদায়ের জন্য ইউএনও অফিস ঘেরাও করতে হয় না । আগে দেখতাম শ্রমিকরা রাজপথ দখল করে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করতেন । ডিসি অফিস- ইউএনও অফিস ঘেরাও করতেন ।
এখন আর তা করতে হয় না, কারণ আওয়ামীলীগ সরকার শ্রমিকবান্ধব সরকার ।’ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি ।
এসময় তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী উন্নয়নশীল দেশগুলো কোভিড-১৯ পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে যখন দুর্বল হয়ে গিয়েছিল ।
প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ, শ্রীলংকার মত দেশ ধনী থেকে গরীব হয়ে গিয়েছিল । অথচ জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি ও সাহসী নেতৃত্বের কারণে আমরা আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পেরেছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন, জীবন এবং জীবিকা একসাথে চলবে ।
পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্র প্রধান জীবন এবং জীবিকা এই ধরণের জীবন দর্শন দিতে পারেন নাই । তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এনালগ বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে ।
শেখ হাসিনা’র নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে । এই বাংলাদেশকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
তিনি আরও বলেন, অনেক রাজনীতি হবে, গুজব রটানো হবে, কিন্তু দিন শেষে আমাদেরকে ভাবতে হবে যে- আমি ভালো আছি কিনা, আমার পরিবার ভালো আছে কিনা, বাংলাদেশ ভালো আছে কিনা ! এই সংগ্রাম অবশ্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ধরে রাখতে বদ্ধপরিকর । জয় বাংলা – জয় বঙ্গবন্ধু ।