শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এম এ হান্নান, নিজস্ব প্রতিনিধিঃ
“ধর্ম আক্বিদা যার যার, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ সবার” স্লোগানে এগিয়ে চলা বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদের জাতীয় কাউন্সিল, আলোচনা সভা ও বাংলাদেশ ইসলামি সমন্বয় যুব পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি এসএম আবু তাহেরের সভাপতিত্বে ও মাওলানা মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্যান্সার গবেষক ডা. এসএম সরোয়ার।
তিনি বলেন, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। দেশের তরে, মানুষের তরে সকল দল-মতের উর্ধ্বে ওঠে মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ।
পরে উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে সহযোগী সংগঠনের নের্তৃত্ব নির্বাচিত করা হয়।
বাংলাদেশ ইসলামি সাংবাদিক সমন্বয় পরিষদে এম মোসাদ্দেক হোসেন প্রিন্স সভাপতি ও আবদুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদের সহ-সভাপতি কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, সিনিয়র সাধারণ সম্পাদক ইঞ্চিনিয়ার বিএম এরশাদ, ইসলামি যুব সমন্বয় পরিষদের সভাপতি মো. তানভীর হাসান, সাধারণ সম্পাদক মো. আল আমিন, ইসলামি সমন্বয় ছাত্র পরিষদের মো. ফুয়াদ হাসানসহ আরও অনেকে।
তালতলীতে স্কুলের দেয়ালে জয়বাংলা স্লোগান প্রধান শিক্ষকের অপসারনের দাবী