শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জমশেদ আলী, নাটোরঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি ) সকালে বাউয়েট প্লাজায় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরন, দোয়া মাহফিল, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগডিয়ার জেনারেল মিজানুজ্জামান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয়।
এছাড়া ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে দিনব্যাপী আয়োজিত জব ফেয়ারে চাকরিদাতা পনেরোটি প্রতিষ্ঠান অংশগ্রহনে, শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে কুইজ কনটেস্ট এর আয়োজন করে এবং চাকুরীপ্রার্থী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ কর হয়।
অনুষ্ঠান সমূহে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল শওকত হুসেন পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মাছুদার রহমানসহ বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।