বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সাদিয়াত হোসেন, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক এর ১১তম মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে স্মরণ সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান হত্যার বিচার করা হবে।
সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যায় খালেদা জিয়া, তারেক জিয়া এই দুইজনের এই পরিবারের প্রতি আলাদা একটা মায়া আছে। এই পরিবারের প্রতি খোঁজ খবর নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধান মন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান।
নিহত ফারুকের ছোট ভাই লাবুর আশা পুরন হবেই। তিনি আরো বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপি থাবে আল্লাহর রহমতে। বিএনপি গনতন্ত্রের পক্ষের দল, আমরা বুক ফুলিয়ে বলতে পারি গনতন্ত্র কখনই হরন করি নাই। আমাদের নেতা তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। আমাদের নেতাকি আপোষ করেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা হাই স্কুল মাঠে রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাভলু মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক খান, জেলা শ্রমিকদলর সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনির প্রমুখ।
উল্লেখ্য ২০১৩ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইল পৌর এলাকার বটতলা বাজারে দুর্বৃত্তের হাতে নিহত হন দাইন্যা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক।