বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আগমনে লাকসামে আনন্দ মিছিল
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে বিএনপি মহাসচিবের আগমন ও ২০ ফেব্রুয়ারী সমাবেশ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারী বিকালে লাকসাম উপজেলা বিএনপি কার্যালয় থেকে।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করেছে লাকসাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
মিছিলটি লাকসাম শহর কুমিল্লা নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিন করে এই সময় মির্জা ফখরুলের আগমন উপলক্ষে নেতা কর্মীরা বিভিন্ন শ্লোগানে মূখরিত করে পুুরো লাকসাম-মনোহরগন্জ শহর।
একযোগে লাকসামের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে মিছিল ও রঙ্গ বেরঙের প্লেকার্ড পেষ্টু ও আতশবাজিতে রীতিমতো উৎসব পালন করছে নেতাকর্মীরা।
আনন্দের বন্য বইছে লাকসাম মনোহরগ্জ জুড়ে, লাকসাম পরিনত হয়েছে তোরনের শহরে, গণমিছিলে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি সদস্য সচিব আবদুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডা. নুরউল্লাহ রায়হান, পৌরসভা বিএনপি আহব্বায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব বেলালুর রহমান মজুমদার, শাহ আলম, মোশারফ হোসেন মশুসহ লাকসাম উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী।
মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্হল সংক্ষিপ্ত করে, বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন ২০ ফেব্রুয়ারী লাকসামে স্মরণ কালের শ্রেষ্ঠ সমাবেশ হবে, জনসমাবেশ জনসমুদ্রে পরিনত হবে।
https://www.songbadtoday.com/%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9d/
Post Views: ৩৯