বুড়িচংয়ে ছাত্রদলের ৪৬ তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সারাদেশের ন্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ১ জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রদলের উদ্যাগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, সিনিয়ার যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন খান, যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ ও মামুনুর রশীদ এবং তানজিবুর রহমান শুভ এর নেতৃত্বে উপজেলার উত্তর বাজার হসপিটালের গেইট থেকে একটি বিশাল বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা যুবদল ও ছাত্রদলের এবং ৯ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ২ হাজারেরও অধিক নেতাকর্মী ।
পরে উপজেলা বসুন্ধরা চত্বর সংলগ্ন মাষ্টার মার্কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন করির বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, দক্ষণ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইকরাম হোসেন ভূইয়া, আরিফুর রহমান সুমন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূইয়া, সাবেক ছাত্রদলের সভাপতি মনির হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু নাছের মুন্সি, সাবেক ছাত্রদলের সভাপতি মিয়া মোঃ সোহাগ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন।
যথাক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিম খান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব আব্দুল আলীম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইন্জিঃ মাহবুব আলম প্রমূখ।
https://www.songbadtoday.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95/
Post Views: ২৮