বুড়িচংয়ে প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন বিভিন্ন জনপদের অসহায় গরীব শীতার্তদের মাঝে দুই শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
বুড়িচং উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক চলমান শীত মৌসুমে শীতার্ত গরীব শীতার্তদের মাঝে মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে এসব কম্বল বিতরণ করেন। এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, উপস্থিত উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মচারী এবং বিভাগীয় কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উপসচিব পদে কোটার অবসান দাবিতে কুমিল্লায় মানববন্ধন
Post Views: ১৫