শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা দারুস সুন্নাহ তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ শেষে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।
(২৩ ডিসেম্বর ২০২৪) সোমবার সকাল ১১টায় পারুয়ারা দারুস সুন্নাহ তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার তত্ত্বাবধানে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার উন্নয়নে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের প্রতিষ্ঠাতা ও ভারেল্লা উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মাষ্টার, সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, শাহ জাহান, আবু ইউসুফ।’
মানবিকতাই পরিবর্তনের চাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের আয়োজনে ওই মাদ্রাসার এতিম, অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের কে সেশন ফি, এক মাসের বেতন ফি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়নে পুরষ্কার বিতরণ করা হয়।
পরে মাদ্রাসার পাশে মসজিদ সংলগ্নে মানবতার দেয়াল উদ্বোধন করেন অতিথিরা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার দাতা সদস্য আব্দুল আলিম, বিদ্যোৎসাহী সদস্য আবুল হাসেম সর্দার, মোঃ আব্দুল হক, মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, সহকারী শিক্ষক মেহেদী হাসান, মোঃ ইশারাতুল ইসলাম সবুজ, মোঃ সেলিম ভূইয়া মোঃ মোস্তফা মেম্বার, আব্দুল মান্নান মেম্বার, মোঃ দুলাল হোসেন মেম্বার, মোঃ লোকমান হোসেন, মোঃ মোবারক হোসেন, মোঃ রাসেল খন্দকার, মোঃ মামুন।
পারুয়ারা যুব শক্তি ফাউন্ডেশন থেকে বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন ভূইয়া, মোঃ লোকমান হোসেন, মোঃ কামাল হোসেন, আবু সুফিয়ান, মোঃ আবু মুছা ভূইয়া, আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম সোহেল, এম হেলাল ভূইয়া, আব্দুল মতিন সোহাগ, জয়নাল আবেদীন সৌরভ, শাহ রিয়ার, আবু সাঈদ, সজিব, সাকিব, নাহিদ, রাকিব, রায়হাদ, জুয়েল, রিফাত চৌধুরী, হাসিফ, ফয়সাল, সাব্বির হোসেন ও নাজমুল প্রমূখ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রবকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদেরকে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন ও মাদ্রাসার পরিচালনা কমিটি।
কুমিল্লায় মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু !