বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর পোষ্ট অফিস এলাকার জিহান ফুট ওয়্যারের হালিম বেগম(৩৮) নামের এক মহিলা শ্রমিকের লাশ তার ভাড়া বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে। খবর পেয়ে সোমবার সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল, থানার এস আই লিটন দাস সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরন করে। স্থানীয় লোকজনের প্রশ্ন দিনে বাসা ভাড়া নিয়ে রাতে সেই বাসায় লাশ।
পুলিশ ও বাড়ি মালিক আল আমিন জানান রোববার ১১ আগষ্ট হালিমা আক্তার (৩৮) নামের এক মহিলা দুই হাজার টাকায় বাসা ভাড়া নেন।
তিনি বুড়িচং উপজেলার রামপুর জিহাদ ফুটওয়্যারে চাকুরী করেন । তিনি স্বামী সহ বাসায় উঠবেন।
বাড়ীর মালিক আল আমিন আরও জানান হালিম বেগমের সঙ্গে একজন পুরুষ ছিলেন তিনি বিকাল বেলা দোকান থেকে লাইট এনে রুমে ফিট করে এরপর থেকে চুপচাপ ছিল।
রাত ৮ টার দিকে হালিমার সঙ্গের পূর্বের রুমমেট লিপি আক্তার ও অপর একজন। তারা তাকে না পেয়ে ডাকা ডাকি করে এবং দরজা খুলে লাইট অন করে দেখেন হালিম অচেতন হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় ডা. জুয়েল কে ডেকে আনলে তিনি জানান হালিম বেগমের মৃত্যু হয়েছে।
আল আমিন বুড়িচং থানার ওসি কে জানালে ও পুলিশ রাতে কোন ব্যবস্থা না নিলে তিনি সেনাবাহিনীর হেলফ লাইনে কল করলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার যোগাযোগ করে সেনা বাহিনীর একটি দল, পুলিশ ফোর্স সহ সোমবার বেলা ১১ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আল আমিন বলেন এই ঘটনাটি রাতে ঘটেছে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ জানায় হালিমা বেগম খুলনা জেলার দাকোপা থানার পশ্চিম কালাবগী সুতারখালী গ্রামের বারিক গাজীর মেয়ে। হালিমার ভাই আব্দুর রহমান মানিক জানান তার বোনের ২০ বছর আগে বিয়ে হয়েছিল ১৮ বছরের মেয়ে আছে তার বিয়ে হয়েছে এবং তার পিতার সঙ্গে থাকে। বোনের কি ভাবে মৃত্যু হয়েছে আমি কিছুই বলতে পারবো না।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায় হালিমার মৃত্যু রহস্য জনক। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। পুলিশ তদন্ত করলে মৃত্যুর রহস্য বের হয়ে আসবে।
এস আই লিটন দাস বলেন আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরী করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম বলেন মৃত্যু কি ভাবে হয়েছে তা বলা যাচ্ছে না। তবে
মেডিকেল রিপোট প্রাপ্তী সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে। তার বড় ভাই মানিক আসতেছে। সে আসলে তার সাথে আলাপ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত