বুড়িচংয়ে এসএসসি-২৪২, দাখিলে-১০২
ও ভোকেশনালে জিপিএ-৬২ জন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং:
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। করোনা মহামারি কারনে এবারে পরীক্ষা সীমিত আকারে নেয়া হয়েছে। তারপর ও পরীক্ষার ফলাফল সন্তোষ জনক বলে অভিভাবক ও বিজ্ঞ লোক জন মনে করছেন।
এবার বুড়িচং উপজেলা থেকে এস এস সি পরীক্ষায় ৪০ টি উচ্চ বিদ্যালয় থেকে ৪০ হাজার ৭২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ৩ হাজার ৯ শত ২৮ জন।
এর মধ্যে জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে ২৪২ জন। সর্বোচ্চ জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ৫৯ জন। এ বিদ্যালয় থেকে ১০২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০১ জন পাশ করেছে।
পাসের হার ৯৯.০২ পার্সেন্ট। এর মধ্যে শত ভাগ পাস করেছে ঐতিহ্য বাহী পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয় সহ মোট ৯ বিদ্যালয়। পাসের হার হলো ৯৬.৪৬ পার্সেন্ট।
অপর দিকে মাদ্রাসা বোর্ডের অধীনে এ উপজেলা থেকে মোট ২৯ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১ হাজার ৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে মোট পাস করেছে ১ হাজার দুই জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে মোট ১ শত ২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৫ টি মাদ্রাসার শত ভাগ শিক্ষার্থী পাস করেছে। উপজেলা পর্যায়ে পাসের হার ৯৬.৬২ পার্সেন্ট।
কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে উপজেলা থেকে ৫ টি বিদ্যালয় থেকে মোট ৫ শত ৩৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট উর্ত্তীণ হয়েছে ৪ শত ৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে ৬২ জন শিক্ষার্থী। উপজেলা পর্যায়ে পাসের হার হলো ৯০.৪৩ পার্সেন্ট। এর মধ্যে বুড়িচং উপজেলা সদরে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে ১শত ৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩৪ টি জিপিএ ৫ সহ পাস করেছে ১ শত ৮৮ জন শিক্ষার্থী।
Post Views: ৭,৯২৪