শুক্রবার , ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাক্ষণপাড়াঃ
বাংলাদেশ স্কাউটস বুড়িচং উপজেলা শাখার বাস্তবায়নে ১৩৫ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, স্কাউটস কমিশনার বুড়িচং উপজেলা মো. মিজানুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া বিএসসি, স্কোরস লিডার মো. অহিদুল্লাহ সরকার।
উপস্থিত ছিলেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ, উপজেলা স্বাউটস লিডার মো. কামরুজ্জামান, উপজেলা কাব লিডার মো. সাইদুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান জীবন, মোতালেব হোসেন জনিসহ বুড়িচং উপজেলা স্কাউটস এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।