সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নয়ন কামরুল শীল, নোয়াখালীঃ
বিদেশ থেকে এসেছে এক সপ্তাহ হয়নি এর মধ্যেই অদ্য ২৩/১২/২০২৪ তারিখ দিবাগত রাত অনুমান (০২:০০-০৬:০০) ঘটিকার মধ্য যে কোন সময় বেগমগঞ্জ উপজেলাধীন মিরওয়ারিশপুর ইউপিস্থ বাঁশতলা সাকিনের মোঃ ইসমাইল হোসেন(৩৩), পিতা-সায়েদুল হক, মাতা-হাসিনা আক্তার, সাং-মিরওয়ারিশপুর (ছিদ্দিক চৌকিদার বাড়ি), ইউনিয়ন-মিরওয়ারিশপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী’ নামীয় ব্যক্তির মৃত্যু হয়।
দাফনের উদ্দেশ্যে গোসল করাতে গেলে গলায় এবং মাথায় আঘাতে ছিন্ন দেখে সন্দেহ হয় তারপর স্থানীয় লোকজনের মাধ্যমে থানায় খবর দিলে বেরিয়ে আসে আসল তথ্য।
এই সময় শ্বাসরুদ্ধ বা মাথায় আঘাত করে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে বেগমগঞ্জ মডেল থানার এসআই পলাশ সঙ্গীয় ফোর্সসহ আটক করে থানায় নিয়ে আসেন।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিমের সাথে তার স্ত্রীর সাংসারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়।
ভিকটিম ০১ সপ্তাহ পূর্বে বিদেশ থেকে দেশে আসেন। ধারণা করা হয় উক্ত দ্বন্দ্বের জের ধরে অভিযুক্ত লিমা আক্তার কর্তৃক তার স্বামী মোঃ ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় শ্বাসরুদ্ধ বা মাথায় আঘাত করে হত্যা করে ভিকটিমের পরিবারকে স্বাভাবিক মৃত্যু বলে দাফনের জন্য গোসলের সময় আঘাতের চিহৃ দেখা গেলে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে বেগমগঞ্জ মডেল থানায় অবহিত করলে বেগমগঞ্জ থানার এসআই/পলাশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্হল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্ত্রী লিমা আক্তারকে পুলিশ হেফাজতে নেন।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।