সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাত, পাবনা :
বেড়া উপজেলার মোহনগঞ্জ এলাকার নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে মো:জহুরুল ইসলামকে ১ লক্ষ টাকা ও অনাদায়ে ২ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো :মোরশেদুল ইসলাম এর নেতৃত্বে নগরবাড়ি নৌ পুলিশ ফাড়ির এস আই মো রুহুল আমিন, জহুরুল ইসলামকে আটক করেন এবং বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
দণ্ডপ্রাপ্ত মো:জহুরুল ইসলাম (৩০),বাড়াদিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে ।
নগরবাড়ি নৌ পুলিশ ফাড়ির এস আই, মো রুহুল আমিন বলেন অভিযানকালে মোহনগঞ্জ এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় জহুরুল ইসলামকে আটক করা হয়।
এ ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো :মোরশেদুল ইসলাম বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল।
বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে জহুরুল ইসলামকে ১ লক্ষ টাকা ও অনাদায়ে ২ মাসের জেল দেওয়া হয়েছে ।