শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাত, পাবনাঃ
বেড়ায় আগুনে পুড়ে নিঃস্ব বিধবা নারগিস আক্তারের পাশে দাঁড়ালেন ইউএনও।
বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড জয়নগর গ্রামের বাসিন্দা মৃত রিংকু মির্জার স্ত্রী নারগিস আক্তারের বসতি ঘর (১৬ ফেব্রুয়ারি ) আগুনে পুড়ে একেবারেই সহায় সম্বলহীন হয়ে পড়েন তিনি।
ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
সংবাদ প্রকাশের পর (১৭ ফেব্রুয়ারি ) সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত নারগিস আক্তারের বাড়ি পরিদর্শন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোরশেদুল ইসলাম।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০,০০০/-টাকা ও কম্বল দেয়া হয় এবং টিনের জন্য আবেদন করতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারকে।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তহিদ উজ জামান ইউপি চেয়ারম্যান মো: মহসীন উদ্দিন, প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোরশেদুল ইসলাম বলেন, আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটিকে নগদ টাকা ও কম্বল দেয়া হয়েছে এবং টিনের জন্য আবেদন করতে বলা হয়েছে।