বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাতুল, পাবনাঃ
পাবনার বেড়ায় প্রচন্ড তাপদাহে পুড়ছে কৃষকের স্বপ্ন, মানুষ ও পশু-পাখির প্রাণ ওষ্ঠাগত।
জনজীবন স্থবির হয়ে পড়েছে। গেল ৯-১০ দিন ধরে অতিরিক্ত গরম ও তাপদহে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
গরমে রসালু জাতীয় ফল তরমুজ, বাঙ্গি, হাতের তৈরি ঠান্ডা শরবত, মাঠা বিক্রি অনেক গুণ বেড়ে গেছে।
প্রচন্ড গরম ও তাপদাহে খেটে খাওয়া মানুষে দূর্ভোগ চরমে পৌছেছে।
এদিকে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নীচে নেমে যাচ্ছে। ফলে পানির পানির সংকট দেখা দিচ্ছে।
অনেক অঞ্চলের হস্তচালিত নলকুপে পানি উঠছে না। সুপেয় খাবার পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
বারবার পানি পান করলেও তৃঞ্চা মিটছেনা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে। হাট-বাজার ও সড়কে মানুষের উপস্থিতি অনেক কম।
প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই।
বেড়া উপজেলার পায়না গ্রামের কৃষক আরশাফুল ইসলাম বলেন, গরম মাটি আর সূর্যের তাপ বেশিক্ষণ মাঠে অবস্থান করা সম্ভব হচ্ছেনা।
মাঠে জমিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।
জমিতে সেচ দেয়ার পরও মাটি শুকিয়ে যাচ্ছে।
অভাবের তাড়নায় সকালে রিক্সা ভ্যান নিয়ে বের হয়েছি। পথে-ঘাটে যাত্রী নেই। বাড়ি থেকে বের হওয়ার পরপ্রচন্ড গরম অনুভূত হচ্ছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুয জান্নাত বলেন, এই গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
গরমের কারণে হাসপাতালে রোগির সংখ্যাও বাড়ছে। এই গরমে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
প্রয়োজনে ঘন ঘন পানি পান করা এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।