সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাত, পাবনাঃ
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ১০টার সময় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ, এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, মরহুম রমজান আলী স্মৃতি বৃত্তি ও কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য সেলিম রেজা উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সেলিম রেজা ছাত্র-ছাত্রীদের উন্নত স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নের জন্য কঠোর অধ্যবসায় ও সৎ থাকার পরামর্শ দিয়ে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন। তিনি তার গড়া প্রতিষ্ঠান বেগম রওশনারা সাত্তার চক্ষু হাসপাতাল থেকে ছাত্র-ছাত্রীদের বিনামূল্য চক্ষু পরীক্ষার ঘোষণা দেন। তিনি অভিভাবকদেরকে তাদের ছেলেমেয়ের প্রতি যত্নবান ও ইনভেস্টমেন্ট করার পরামর্শ দেন। যাতে করে ছেলেমেয়েরা বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মহসিন মল্লিক,সবেক সাধারণ সম্পাদক বেড়া প্রেসক্লাব।
তার বক্তব্যে তিনি স্কুলের ভূয়সী প্রশংসা সহ কতিপয় পরামর্শ রাখেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের ইংরেজী ও বাংলা বক্তিতায় পারদর্শিতা দেখে অনুষ্ঠানে উপস্থিত সবাই অভিভূত হয়ে পড়েন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ন পরিচালক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এ টি এম ফজলুর রহিম,ইডেন কলেজের বিভাগীয় প্রধান (গনিত) অধ্যাপক নুরু ন্নাহার রুনু,শিক্ষাবিদ আঞ্জমান আরা বেগমসহ অনেকে। পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।