শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ আরিফুল ইসলাম, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের সখীপুরে বেতুয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ই ফেব্রুয়ারি) উপজেলার বেতুয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আশিক একাদশ বনাম আসাদ একাদশ অংশগ্রহণ করে।
উক্ত ফাইনাল খেলায় বেতুয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল সিকদার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলায় আসাদ একাদশ ৬ উইকেটে আশিক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শুভ।
ধারাভাষ্য বর্ণনায় ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার জয়নাল আবেদীন।