শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কৃষি প্রধান বাংলাদেশে বর্তমানে কৃষকের জন্য বড় হুমকি হলো অবৈধ ড্রেজার মেশিন৷ যা দিন দিন গিলে খাচ্ছে কৃষি জমি৷ কৃষি জমি রক্ষার্থে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় চলছে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসনের সাড়াশি অভিযান৷
এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার বিরুধী অভিযান চালানো হয়৷ এসময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটা, মাটি ব্যবস্থাপনা আইন- লঙ্ঘন এর দায়ে ৭ টি ড্রেজার উপকরণ নষ্ট করা হয়৷
ড্রেজার মেশিনের মালিক দের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) স. ম. আজহারুল ইসলাম জানান আজ ( ১৪ মার্চ বৃহস্পতিবার) ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ৭টি ড্রেজার উপকরণ বিনষ্ট করা হয়েছে। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলমান, এদেরকে বালু বহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে। ড্রেজারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷