শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়ায় অসহায় এতিমদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।আজ ১০ জানুয়ারি (শুক্রবার) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, কল্পবাস এতিম খানায় শিশু শিক্ষার্থীরা কোরআনে হাফেজে পড়াশুনা করে।
এসব শিক্ষার্থারা শীতের কষ্ট লাঘবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে ৩০ জন অসহায় এতিমদের মাঝে এ কম্বল বিতরণ করেন।শীতের মাঝে নতুন কম্বল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র এতিম খানার শিক্ষক, শিক্ষার্থীসহ অত্র অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।