শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি গরীব দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
বুধবার ৮ জানুয়ারী সারাদিন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সুলতান পুর ৬০ বিজিবির উদ্যোগে গরীব দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি জানান যে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অসহায় শীতার্ত মানুষের সহায়তায় বিজিবি’র উদ্যেগে সুলতানপুর ব্যাটালিয়নের এলাকায় গোসাইস্থল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বরাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শেখ ফজলুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় গরীব দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে মোট ২০০ (দুইশত) টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটিতে শহীদ তোফাজ্জল হোসাইন স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ