বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
মঙ্গলবার ২৭ মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনের ভূমি উন্নয়ন মেলা কুইজ,প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হল।
উল্লেখ্য যে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উক্ত কুইজ প্রতিযোগিতা হয়। মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র ছাত্রী ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন কলেজের প্রায় ৮০ জন শিক্ষার্থী মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এবং সভাপতি হিসেবে ছিলেন সৈয়দ ফারহানা পৃথা সহকারী কমিশনার (ভূুমি) ব্রাহ্মণপাড়া।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং সকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক আর নেই !