কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. তানভীর আলম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাঁর কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মো. তানভীর আলম ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার।
অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) বাপ্পা বড়ুয়া সহযোগিতা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি তানভীর আলমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।