শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো: লিটন উজ্জামান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারার স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজেএম কলেজের আহবায়ক কমিটির সভাপতি হয়েছেন কুষ্টিয়া জেলার বিএনপি সদস্য ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শাজাহান আলী।
কলেজটি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ায় অবস্থিত।
বিজেএম কলেজের আহবায়ক কমিটির সভাপতি হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো: শাজাহান আলী বলেন, সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ও ভেড়ামারা মিরপুর গণ-মানুষের নেতা,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর প্রতি তিনি আমাদেরকে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলী গণতন্ত্রের জনক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গকারী জীবন কিংবদন্তী, স্বাধীন ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী ভেড়ামারা-মিরপুরের বিএনপি’র রাজনীতিতে সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করছি।
মো: শাজাহান আলী আরও বলেন, এ অঞ্চলের সকল মানুষ ও আমার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উলেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজেএম কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মো: শাজাহান আলীকে ৩রা নভেম্বর অনুমোদন দেওয়া হয় এবং গত ১৩ নভেম্বর বুধবার বিজেএম কলেজ কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবগত করেছেন বলে নিশ্চিত করেছেন মো: শাজাহান আলী।
আগামী ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে নিয়মিত গভনিং বডি গঠনের সকল কার্যক্রম সমাপ্ত করতে ও বলা হয়েছে।
দৌলতপুরে আশা’র উদ্যোগে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত