রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
জি এম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ
কুমিল্লার মনোহরগঞ্জের মৈশাতুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ভুক্তভোগী বাজারের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মৈশাতুয়া বাজারে টিনশেটের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মাসুম মিয়া জানিয়েছেন।
তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরমধ্যেই ১৫টি দোকানের সব মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে অগ্নিকাণ্ডে জসিম উদ্দিনের ভ্যারাটিজ স্টোর, মিজানের কসমেটিকস দোকান, জসিম উদ্দিনের মোবাইল ব্যাংকিং ও কসমেটিকস দোকান, আমির হোসেনের মুদি দোকান, কামরুল ইসলামের ডেকোরেটর দোকান, সহিদুল ইসলামের মুদি দোকান, সুনীলের ফল দোকান, আবুল কাশেমের চা দোকান, তফন দেবনাথের কাপড় দোকান, গৌরাঙ্গের ফল দোকানসহ ১৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ও নগদ টাকা পুড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, দোকানে বসে চা খাচ্ছি এমন সময় টিনশেটের মার্কেট থেকে কালো ধোঁয়া দেখতে পাই। কাছে গিয়ে দেখি ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন নিভানোর চেষ্টা করলেও কোন কাজ হচ্ছে না। এদিকে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আমাদের সারাজীবনের সম্বল মুহূর্তের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। দোকানে থাকা মোবাইল ব্যাংকিংয়ের নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটারসহ সকল মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফাহরিয়া ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার খবর শুনেছি এখন দেখতে আসছি।
আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা অপূরণীয় তবুও প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো আপনাদে পাশে দাঁড়ানোর।
আমতলীতে স্বামীর আত্মহত্যার ঘটনায় স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা-শ্যালক গ্রেফতার