বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
আজ বুধবার দুপুরে পুলিশের একটি দল নেত্রকোণা জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে অনিককে আটক করে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
অনিক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে।
অনিক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, সম্প্রতি অভিযুক্ত সুপ্ত সাহা অনিক তার ফেসবুক আইডি থেকে হযরত মোহাম্মদ (সা) কে নিয়ে কটূক্তিমূলক কমেন্ট করে যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে ও সুপ্ত সাহা অনিকের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ঘটনার পরপরই গা-ঢাকা দেন সুপ্ত সাহা।
পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজকে তাকে আটক করে। সুপ্ত সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।