মহান মে দিবসে চাদঁপুর সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়নের শোভা যাত্রা
মানিক দাস, চাদঁপুরঃ
মহান মে দিবস উপলক্ষে চাদঁপুর জেলা সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়ন(২৫০৩) এর আয়োজনে দিবসটি যথাযথভাবে পালন করা হয়েছে।
১ মে সকাল সাড়ে নয়টায় শহরে বাসট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়।
মে দিবসের শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক,সাধারন সম্পাদক সলিম গাজী, কার্যকরী সভাপতি সফিক গাজী, সিনিয়র সহ সভাপতি মিন্টু বেপারী, সহ সভাপতি আব্দুল লতিফ খান, ফয়সাল হাওলাদার, সহ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, আবু তাহের মিজি, সাংগঠনিক সম্পাদক মান্নান মোল্লা রাজু, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ার,কোষাধক্ষ রিপন হোসেন, মতলব দক্ষিণ উপজেলা উপ কমিটির সভাপতি আক্তার হোসেন, কার্যকরী সভাপতি মোঃ বিল্লাল তালুকদার, সাধারণ সম্পাদক রকমত, মতালব উত্তর উপজেলা উপ কমিটির সভাপতি আউয়াল হোসেন, সাধারন সম্পাদক মাহবুব ফরাজি, হাইমচর উপজেলা উপ কমিটির সভাপতি মনির হোসেন হাফেজ ছৈয়াল, সাধারন সম্পাদক মনির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিটের সদস্যারা উপস্থিত ছিলেন।