মহাসড়কে ডাকাতি রোধে লালমাই থানা পুলিশের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার
গাজী মামুন, লালমাইঃ
ডাকাতি ও ছিনতাই রোধে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝুকিপূর্ণ এলাকা হরিশ্চরস্থ কাঁকসার (কাঁচিকাটা) অংশে রাস্তার দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান শুরু করেছে লালমাই থানা পুলিশ।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলমের নির্দেশনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ, ইউপি সদস্য খন্দকার ফরিদ আহমেদ, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু, খোরশেদ আলম মেম্বার, লালমাই উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তমাল বণিক সহ স্থানীয়রা।
মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার দৃশ্য দেখে পুলিশের প্রশংসা করেছেন এ পথের যানবাহন চালক ও যাত্রীরা।
লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে মহাসড়কের দু’পাশে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।
ঝোপঝাড়ের কারণে সড়কের উভয়পাশে কিছু দেখা যায় না। সড়কের ঝোপঝাড় পরিস্কার হলে অপরাধের পরিবেশ থাকবে না।
https://www.songbadtoday.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/
Post Views: ৩৮