শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা ব্যাপী চলছে নির্বাচনী আমেজ ও হাওয়া, ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার, পাড়া মহল্লা সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা সমালোচনা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের ১ ২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী মিতালী রানী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মেম্বার পদপ্রার্থী মিতালী রানী সাদা মনের, স্পষ্টবাদী, পরিশ্রমি ও পরোপকারী ব্যক্তি।
সাধারণ মানুষের যে কোন বিপদে,আপদে দিন রাত এগিয়ে আসেন তিনি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকেন। ইতিমধ্যে তার এলাকা ১ ২,৩ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা এবং ওয়ার্ডবাসীর আস্তা ভালোবাসা অর্জন করেছেন।
মেম্বার পদপ্রার্থী মিতালী রানী জানান, আমি শুধু নির্বাচনকে সামনে রেখে নয় প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে থাকি এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করছি আমার এলাকার ভোটারদের ভালোবাসার ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়ে আমি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে পারবো। এলাকার সকলের কাছে আমি দোয়া ও সমর্থন চাই।