শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আরিফুর রহমান, কক্সবাজারঃ
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
এই নির্বাচনে জয়নাল আবেদীন চেয়ারম্যান, আবু ছালেহ ভাইস চেয়ারম্যান ও মিনোয়ারা কাজল মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৮ই মে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
শান্তিপূর্ণভাবে ভোট চললেও বৈরি আবহাওয়ার কারণে ভোটার সংখ্যা ছিলো কম।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী। এদের মধ্যে জয়নাল আবেদীন দোয়াত কলম প্রতীকে ৩৮১২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিব উল্লাহ টুপি প্রতীকে পেয়েছেন ৩৫৮৫৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু ছালেহ বই প্রতীকে ২৫৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মঈন উদ্দিন তোফাইল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৯০৬৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা কাজল ৪৫৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিনুয়ারা মিনু ফুটবল প্রতীকে পেয়েছেন ২৬৯৪১ ভোট।
মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইকবাল, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামদ ইমরান সহ সংশ্লিষ্টরা।