সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তাসীন ইসলাম, মানিকগঞ্জঃ
মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, (বৃহস্পতিবার) ৯ জানুয়ারি দুপুর ১১:৩০ দিকে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসরণের দাবিতে মিছিল এবং স্লোগান দিতে থাকে, এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল মজিদের ব্যাপারে নানা দুর্নীতি, অনিয়মের, ঘুষ বাণিজ্য ও শিক্ষার্থীদের যৌন হয়রানির কথা তুলে ধরে।
শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে উন্নয়নের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় টাকা। মজিদ মোল্লা প্রধান শিক্ষক হয়ে আসার পর যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে। প্রত্যেকের কাছ থেকেই তিনি টাকা নিয়েছেন ।
নারী শিক্ষকদের দেওয়া হয়েছে অনৈতিক প্রস্তাব রাজি না হলে করা হয়েছে বরখাস্ত।
দারোয়ান, পিয়ন থেকে শিক্ষক সকলকেই চাকরিতে ঢুকতে ঘুষ দিতে হয়েছে মুজিদ মোল্লাকে। একমাত্র তার কারণেই বিদ্যালয়টির পরিবেশ এবং পড়াশোনার মান নষ্ট হচ্ছে।
ছাত্র প্রতিনিধি ওমর ফারুক বলেন, মজিদ মোল্লা দীর্ঘ একযুগে প্রতিষ্ঠানের লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
অবৈধভাবে আত্মসাৎ করা টাকায় মানিকগঞ্জ শহরে আবাসিক সাত তলা ভবন, বেওথা এলাকা ও ঘিওর উপজেলার বানিয়াজুরিতে জমি কিনেছে।
এছড়াও তার নামে বেনামে অনেক সম্পদ রয়েছে। ওমর ফারুক আরো বলেন তার অনিয়ম গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম আমান উল্লাহ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে স্কুলের মাঠ ত্যাগ করার পরামর্শ দেন।
পড়ে শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে মানিকগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে আসলে রাস্তায় স্কুলটির প্রধান শিক্ষককে দেখতে পেয়ে শিক্ষার্থীরা ধাওয়া দেয়।
একপর্যায়ে প্রধান শিক্ষক প্রাণ রক্ষাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন।
খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জেলা প্রশাসক ও বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘প্রধান শিক্ষক মজিদ মোল্লার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগের সত্যতা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।