মাহে রমজানে চাঁদপুর রেডচিলিতে
ইফতার কিনতে ক্রেতার ভিড়
মানিক দাস, চাঁদপুরঃ
পবিত্র মাহে রমজানে চাঁদপুর শহরের ছায়াবানী মোড় এলাকার প্রসিদ্ধ চাইনিজ ও বাংলা খাবারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান রেডচিলি। রেডচিলি কতৃপক্ষ বিগত বছরের মতো এ বছরও রোজাদারদের জন্য নির্ভেজাল ইফতার সামগ্রী তৈরি করে যাচ্ছে।
রেডচিলির ব্যবস্হাপনা পরিচালক ডাঃ রফিকুল হাসান ফয়সাল জানান , আমরা রোজাদারদেরকে নির্ভেজাল ইফতার সামগ্রী তুলে দিতে পেরে গর্ব বোধ করছিন। কেননা রোজদারগণ সারাদিন সিয়াম সাধনার মাধ্যমে রোজা রেখে সন্ধ্যায় ইফতার করে। তাই ক্রেতার হাতে সম্পূর্ণ ভেজালমুক্ত ইফতারের দিতে আমরা প্রস্তুত।যা বিগত বছরের মতোই আমরা তুলে দিচ্ছি।
রেডচিলির ইফতারে রয়েছ ছুলা, পেয়াজু, বেগুনি, আলু চপ, ডিম চপ, এগ ডেভিল, চিকেন চপ, ভেজিটেবল পাকুরা, ভেজিটেবল রোল, চিকেন রোল, চিকেন হাফ মুন পাই চিকেন কাকলেট, থাই চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, স্ক্রিস্পি উইংস,বারবিকিউ চিকেন, চিকেন স্প্রিংরোল, বারবিকিউ চিকেন সাসলিক, চিকেন জালি কাবাব, ক্ষির পাটিসাপটা, মালাই রোল, শাহী ফিন্নী, পুডিং, লাচ্ছি, লাবাং,লেমনেড,মিক্সড ফ্রুড ফালুদা, মাটন শাহি হালিম, বীপ শাহি হালিম ও রেশমী জিলাপি।
তাছাড়া প্যাকেজ আইটেমে ও পার্টির জন্য রেডচিতে ইফতারের অডার নেয়া হয়।
Post Views: ৮১