মীরসরাই আবু তোরাব বাজার কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার লিফলেট বিতরণ
মামুন নজরুল, মীরসরাইঃ
চট্টগ্রাম মীরসরাইয়ে ঐতিহ্যবাহী আবু তোরাব বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করছে বাজার পরিচালনা কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
এই সময় তারা চলতি রমজান মাসে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে ৬ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন।
বুধবার (৫ মার্চ) বিকেল ৩ টা দিকে আবুতোরাব বাজার উন্নয়ন কমিটির সদস্য সচিব ইমাম হোসেনের নেতৃত্ব বাজার পরিদর্শন করেন এবং বাজার পরিচালনা কমিটির আহবায়ক এম হেলাল উদ্দিন সৌজন্যে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।
এ সময় বাজার পরিচালনা কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাজারে ঘুরে কাঁচামাল, মাছ, মাংস,ফল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন।
একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন এবং মুদি দোকান গুলোতে মূল্য তালিকা রাখার জন্য ও পণ্যের ক্রয় মূল্যের রশিদ সংরক্ষণের অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ইমাম হোসেন জানান, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার,ফলের দোকান পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি।
সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা আবুতোরাব বাজারের বিভিন্ন দোকান মনিটরিং চালাচ্ছি।
https://www.songbadtoday.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/
Post Views: ৯০