মেঘনায় জাটকা ধরায় ৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ
মানিক দাস:
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। গত ৮ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে নৌ পুলিশ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানের মেঘনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল, জাটকা সহ ৪ জেলেকে আটক করে । আটককৃতরা হলোঃ বাবু মাল (৩৬ ),আমির মাতব্বর (৩৩)শাহ জামাল বেপারী (৩২),খলিল কাঁ (৩৫)শরিয়তপুর নড়িয়া।
এসময় আটক জেলেদের কাছ থেকে ১ টি নৌকা, ৯ শ মিটার কারেন্ট জাল ও ১২৫ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। আটক জেরেদের বিরুদ্ধে মৎস্য আইনে মিয়মিত মামলা করা হয়েছে।
Post Views: ৮৬