বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনা প্রতিনিধি:
কুমিল্লা মেঘনা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন চলাকালীন সাংবাদিকদের বের করে দিলেন কাউন্সিলররা। আজ শনিবার উপজেলা চত্বরে সম্মেলন চলাকালীন এ ঘটনা ঘটে।
সম্মেলনে বক্তব্য চলাকালীন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিক উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, কাউন্সিলর লিটন আব্বাসী ও ভাওরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব মিয়া সহ কয়েকজন সাংবাদিক লাগবেনা, তোমরা চলে যাও উত্তেজিত হয়ে বলতে থাকলে এক পর্যায়ে সাংবাদিকরা জানতে চাইলেন আমরা কি চলে যাবো বলতেই তেরে উঠে সবাই বলেন সবাই চলে যাও।
পরে স্থানীয় সাংবাদিকরা সম্মেলন স্থল ত্যাগ করে সাংবাদিকরা চলে আসেন। এ বিষয়ে মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি মঞ্চে ছিলাম এই বিচার পরে হবে আপনারা আবার আসেন। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুক্তি যোদ্ধা আব্দুল গাফফার বলেন সাংবাদিকদের বের করেনি যারা মোবাইলে ভিডিও করতে ছিল তাদের বের করা হয়েছে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এমরান হোসেন আকাশের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়।
এ বিষয়ে মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি বলেন সম্মেলনের আয়োজকরা প্রেসক্লাবে সাংবাদিকরা উপস্থিত থাকার জন্য দাওয়াত পত্র দেন সেই সুবাদে স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিক কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে সাংবাদিকদের চলে যেতে বলেন।
উল্লেখ্য পূর্ব নির্ধারিত সময়ে আজ শনিবার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি।