বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোস্তাক আহমেদ বাবু, রংপুরঃ
রংপুরে বেগম রোকেয়া কোটা বিরোধী আন্দোলকারীদের সাথে দফায় দফায় ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
১৬ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বেগম রোকেয়া কলেজের সামনে পার্কের মোড়ে জড়ো হয়।
পরে তারা একটি মিছিল নিয়ে শহরের শাপলা চৌরাস্তার দিকে অগ্রসর হলে অপরদিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীগণ আন্দোলনকারীদের উপর ধাওয়া দেয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ এসে উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরক্ষনেই আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থান থেকে সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জড়ো হতে থাকে।
এ সময় পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করে।
আন্দোলনকারীরা পার্কের মোড় থেকে বেরিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ তাদের আটকিয়ে দেয়,কিন্তু তারা পুলিশ ব্যারিকেট ভেঙ্গে চৌরাস্তার দিকে অগ্রসর হয়। আবারও চৌরাস্তা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে অবস্থায় নেয়।
আন্দোলনকারীদের একটি অংশ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
অপর একটি অংশ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
এ সময় শাপলা পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল ও দোকানপাঠ কমপক্ষে ৩ ঘন্টা বন্ধ থাকে।
উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল,গ্যাস গান করে ইত্যাদি নিক্ষোপ করে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনার চেষ্টা করে।
সংঘর্ষে আবু সায়েদ নামের ১২ তম ব্যাচের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের গুলিতে মারা যান বলে জানা যায়।
উভয় পক্ষের ৩০ জন আহত হয় এবং পুলিশ সদস্যরাও আহত হন বলে জানা গিয়েছে। পরে বিকেল ৬টার পর পরিস্থিতি শান্ত হয় । পরবর্তী সময় থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।