গাজী মামুন, লালমাইঃ
কুমিল্লার লালমাইয়ে পবিত্র রমজান মাসে ভোক্তাদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেশি রাখা, দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে না রাখা এবং ভেজাল পণ্য বিক্রির অপরাধে ১০ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি বলেন- সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গাজী এন্টারপ্রাইজ, লক্ষ্মী নারায়ণ ভান্ডার, রমজান ওয়েল মিল, মমতা ওয়েল মিল, মনু মিয়া স্টোর, মিতু এন্টারপ্রাইজ, লোকনাথ ভান্ডার, অরুণ স্টোর সহ মোট দশটি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় মূল্য সঠিক ও সহনীয় রাখা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সাথে ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক, উপ-প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।