বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
কারাগারে এসি চান সাধন মজুমদার, ফিরোজের আবদার বাসার খাবার। এটি গতকালকের খবর।
আবার কারাগারে কয়েকজন মন্ত্রী-এমপি সু্বিধা না পেয়ে কারারক্ষীদের সঙ্গে খারাপ আচরণ করায় তাদের শাস্তির আওতায় আনা হয়। এটিও গতকালের খবর।
কিন্তু সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা অবস্থায় কারাগারে বন্দিদের সুবিধা বাড়াতে কাজ করেননি এসব মন্ত্রী-এমপি।
অথচ এ সময়ে কারাগারকেন্দ্রীক হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। সবুজ বনায়ন কেটে গড়ে উঠেছে বহুতল ভবন। পুরাতন কারাগার ভেঙ্গে নতুন হয়েছে। কিন্তু বন্দিদের দুর্দশা লাঘব হয়নি। যতটুকু জানা যায়, বন্দিদের যে ভাত দেয়া হয় খেতে, সেটিও খেতে পারেন না তারা। অন্য খাবারের কথা তো বাদই দিলাম।
এ অবস্থা শুধু আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নয়, বন্দিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে অতিতে কোনো সরকারই তেমন কোন কাজ করেনি।
অথচ পতন হলে তাদেরই আগে যেতে হয় সেখানে।
বলি; কারাগারে গিয়ে সুবিধা নিবেন-তো ক্ষমতায় থাকাকালে কারাবন্দিদের সুবিধার কথা মনে থাকে না? তখন তো বিরোধী দলের নেতাকর্মীদের কিভাবে দমন-নীপিড়ন করা যায়; সেটি নিয়ে ব্যস্ত থাকেন। কারাগারকেউ বানান নির্যাতনের হাতিয়ার।
কাজেই সাধু সাবধান।