বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহীর ভদ্রা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে উদ্ধারকৃত টাকা জিডির মধ্যদিয়ে পুলিশ ও বিভাগীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে তারা।
পুলিশ জানায়, রোববার ভোররাতে নগরীর ভদ্রা এলাকায় রাত্রীকালিন নিরাপত্তায় সেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল এই টাকা উদ্ধার করে।
শিক্ষার্থীরা জানায়, রাতের টহল শেষে স্থানীয় মাউ-ছাত্রাবাসের গলিধরে বাসায় ফিরছিলেন।
এসময় পরিত্যক্ত একটা বাজারের ব্যগ দেখেন তারা। সন্দেহ হলে যাচাই করতে গিয়ে সেখানে ব্যগভর্তি টাকার বান্ডেল এবং দুই ইঞ্চি আকারের একটি সোনালী রংএর কাপ পান তারা।
পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যগভর্তি টাকা নিয়ে নিকটস্থ বোয়ালিয়া থানায় আসেন। সেখানে পুলিশ, সেনাবাহীনি এবং ম্যাজেষ্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা গননা করা হয়।
এ সময় ব্যাগে ১৭ লাখ ৯২ হাজার টাকা ও দুই ইঞ্চি আকারের একটি সোনলী কাপওয়া যায়।
পুলিশ ও বিভাগীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার কৃত টাকা ও সোনলী কাপটি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে জমাকরা হবে। এবং একই সাথে এই টাকার উৎসনিয়ে তদন্ত করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ সময় এ্যতোগুলো টাকা পুলিশের কাছে জমাদেবার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা।
কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানায় অতিরিক্ত ডিআইজি খাইরুল আলমের পরিদর্শন