শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
ভয়াল কালরাত, ২৫ মার্চ গণহত্যা দিবস। দিনটি উপলক্ষ্যে সন্ধ্যায় পুলিশ লাইনস্ বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) শহীদ বীর পুলিশ মুক্তযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন।
এছাড়াও মোমবাতি প্রজ্বলন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম,রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে ২৮শে মার্চ রাজশাহী পুলিশ লাইনস্-এ ১৮ জন বাঙালি পুলিশ সদস্য যুদ্ধ করে শহীদ হন। এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন এসআই সোহরাব আলী (ভারপ্রাপ্ত আরআই) এবং পিআরএফ এর আরআই রইস উদ্দিন। তাঁরা উভয়ে শেষ মুহূর্তে পুলিশ লাইন্স ত্যাগ করেন।
২৯ মার্চ পাকিস্তান সেনাবাহিনী রাজশাহী জেলার বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত খানের নিকট ১৮ জন পুলিশ সদস্যের লাশ হস্তান্তর করে। পুলিশ লাইন্সের অভ্যন্তরে বাবলা বাগানের এই বধ্যভূমিতে তাঁদের সমাহিত করা হয়।
এছাড়াও পাকিস্তানি বাহিনীর সাথে এক যুদ্ধে আহত এসআই মোহম্মদ আলী মন্ডলকে বন্দি করে রাজশাহী পুলিশ লাইন্সে নিয়ে এসে অত্যাচার করে হত্যা করা হয়। তাকেও এখানে সমাহিত করা হয়।