শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহীতে সাড়ে চার মাস ধরে নতুন বিদ্যুৎ মিটারের সংযোগ বন্ধ রয়েছে। এতে আবেদন জমা দিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন মানুষ। বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টদের দাবি, সার্ভিস তারের অভাবে লাইন দিতে পারছেন না তারা। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস পল্লী বিদ্যুৎ সমিতির।
মাথার উপর উত্তপ্ত সূর্য, শ্রাবণ মাসের তপ্ত গরমে হাসফাঁস অবস্থা পবা উপজেলার দুয়ারি এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা নারী শতরূপা মাহাতোর।
একদিকে চরম গরম তার ওপর বাসায় বিদ্যুৎ নেই। সব মিলিয়ে তার জীবন প্রায় ওষ্ঠাগত।
শতরূপা বলেন, ‘আড়াই মাসে আগে বাড়িতে বিদ্যুৎয়ের নতুন মিটারের জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনও নতুন সংয়োগ পাইনি। এতে খুব ভোগান্তি হচ্ছে।’
এই এলাকার অন্য বাসিন্দাদের একই অভিযোগ। তারা বলেন, ‘অজানা কারণে দীর্ঘদিন থেকে নতুনভাবে বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও সেখান থেকে জবাব আসে না। এতে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
স্থানীয়রা বলেন, ‘তীব্র গরমে আমাদের কষ্ট হচ্ছে। বিদ্যুৎ না থাকায় আমরা গাড়ি চার্জ দিতে পারছি না। এতে অনেকের আয়-উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে।’
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সাড়ে চার মাস থেকে সার্ভিস তারের অভাবে রাজশাহীতে নতুনভাবে মিটারের সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।
এছাড়া গ্রাহকদের অভিযোগ, বাড়তি বিল আদায় করা হয়। একই পরিষেবা নিয়ে গত কয়েক মাস ধরে অনেককে দ্বিগুণ বিল গুণতে হচ্ছে। অভিযোগ করলেও সমাধান মিলছে না।
এক গ্রাহক বলেন, ‘আগে মাসে ৭০০ টাকা বিল আসতো। এখন হাজার টাকার ওপরে বিল আসছে।
এ বিষয়ে অভিযোগ করলেও সমাধান পাচ্ছি না। দিন দিন বিল বাড়ছেই।’
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘আবেদন এখনও পাচ্ছি। যথাযথ প্রক্রিয়া মেনে সংযোগ দেয়া হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন সংযোগের সমস্যার সমাধান হয়ে যাবে।’
গত সাড়ে চার মাসে বিদ্যুৎ অফিসে ৮০০টির বেশি নতুন মিটার সংযোগের আবেদন পড়েছে।