বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে পালিত হয়েছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আলোচনা সভার আগে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। একজন ধূমপায়ী যেমন নিজে ক্ষতির শিকার হন, তেমনি তার আশপাশের মানুষরাও ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে তার বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।
তারা আরও বলেন, আইনে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ থাকলেও বাস্তবায়নের ঘাটতির কারণে তরুণ প্রজন্ম এখনো তামাক কোম্পানির নানা কৌশলের ফাঁদে পড়ছে।
বক্তব্যে আরও উঠে আসে, ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগ সম্পর্কে সচেতনতা বাড়লেও অনেকেই এখনো তামাকের ব্যবহার থেকে সরে আসছেন না।
কেবল আইন দিয়ে নয়, তামাকবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে অভ্যাস পরিবর্তন সম্ভব।
খেলাধুলা ও শারীরিক চর্চা তামাক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে-এমনটিও উল্লেখ করেন বক্তারা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অধিশাখার যুগ্ম-সচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।
সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।