বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
রাজশাহী কোর্ট কলেজে অধ্যক্ষ মোঃ রবিউল আলম সাহেবের কাছে সাধারণ শিক্ষার্থীরা ৯ দফা দাবি তুলে ধরেছে।
দাবি গুলো হচ্ছেঃ-
১। শিক্ষার্থীদের বেতন সর্বোচ্চ ৫০০/-টাকা নির্ধারণ করতে হবে এবং স্নাত্নক/ সম্মান পর্যায়ের কোন বৈষম্য রাখা যাবে না।
২। সেশন চার্জ কমিয়ে ২৫০০/-টাকা করতে হবে এবং অন্যান্য ফি নেওয়ার ক্ষেত্রে যৌক্তিক কারণ দেখাতে হবে।
৩। কলেজে ৭৫% উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৪। লাইব্রেরী সংরক্ষণ ও উন্নতীকরণ এবং আইসিটি ল্যাবের মান উন্নয়ন বিজ্ঞান বিভাগের রসায়ন শিক্ষক নিয়োগ দিতে হবে।
৫। কলেজ ক্যাম্পাস রাজনীতিমুক্ত এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৬। কলেজে বিনোদন মূলক আচার-অনুষ্ঠান ব্যবস্থা এবং বিনোদনমূলক ব্যবস্থার ক্ষেত্রে কলেজ কর্তৃক বিনোদন ফান্ড প্রদান করতে হবে।
৭। কলেজের বেতন প্রদানের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।
৮। ইন্টারমিডিয়েট ও অনার্স/ সমমান এর মধ্যে বৈষম্যমূলক কোন প্রকার দৃষ্টিভঙ্গি প্রদান করা যাবে না।
৯। ক্যাম্পাসে পৃথক ওয়াশরুম ও মেয়েদের কমন রুমের ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীদের সমস্ত দাবির কথা শুনে কলেজ কমিটির সাথে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী কোট কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল আলম।