রাজারহাটে অবৈধভাবে জায়গা দখলে
আটকে আছে নদী খননের কাজ
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খান ইউনিয়নে অবৈধভাবে দখল করে আছে ৩৫ ফিট সরকারি জায়গা,ফলে আটকে আছে তিস্তা নদীর পুনঃ খননের কাজ।
সরোজমিনে গিয়ে দেখা যায়, নাজিম খান বাজার সংলগ্ন বুড়ি তিস্তা ব্রীজের উওর দিকে মোঃ মোস্তফা নামের এক ব্যক্তি ৩৫ ফিট সরকারি জায়গা দখল করে খুকু মনি নামের এক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন।
জায়গার মালিক মোস্তফা এর সাথে সাক্ষাতে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন,আমি এখানে কোনো সরকারি খাস জমি দখল করিনি,যা দখলে আছে সব আমি কিনে নিয়েছি। তা এখানে কোনো সরকারি খাস জমি নেই।
বিক্রেতা মোঃ রফিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ওখানে আগে তিনি বিক্রি করেছেন ২৫ শতাংশ তার কাগজ ও দলিল করে নিয়েছেন। পরে তিনি আবারও তার কাছ থেকে যে বাকি টুকু জায়গা নিয়েছে তাঁর কোনো দলিল বা কাগজপত্র হয়নি,তা শুধু মাত্র স্টাম্পের মাধ্যমে দখল করে আছেন।
এলাকাবাসী জানায় বাছড়া ব্রীজ থেকে যে নদী খননের কাজ করেছে তা সবি ঠিক আছে। কোনো বাঁধা সৃষ্টি হয়নি। নাম না প্রকাশের এক ব্যক্তি বলেন আমার ধান চাষ করা জমি ছেড়ে দিয়েছি, পুকুরের অর্ধেক ছেড়ে দিয়েছি আমার মত আরো অনেকে জায়গা ছেড়ে দেন সেখানে যদি কোনো বাঁধা সৃষ্টি না দেই, তাহলে মোস্তফার এখানে কেনো বাঁধা সৃষ্টি হলো।
এলাকাবাসী আরো বলেন, এ অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে মানববন্ধন সহ এলাকার সকল জনগনকে সাথে নিয়ে ডিসি স্যার বরাবর স্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করা হবে। এবং সে-ই সাথে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের চলাচলের রাস্তা তৈরি করা সহ জমি দখল বাজ ভূমি দস্যু দের আইনের আওতায় আনার দাবি জানান। তাই এলাকাবাসীর দাবি বেদখল হওয়া জমি পুনরুদ্ধার করে খাল খননের বাকী কাজ সমাপ্ত করা হউক, নইলে নদীর প্রবাহ বাধাগ্রস্থ হয়ে,বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে, জনসাধারণের কৃষি ফষলের ব্যাপক ক্ষতি হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়সহ সকল উর্ধ্বতন কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করেন।