শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে সোমবার ৪ ডিসেম্বর রাতে উপজেলার নাজিম খান ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জামাত-বিএনপি জোটের সন্ত্রাস-নৈরাজ্য ও দেশ বিরোধী অপ-তৎপরতার প্রতিবাদে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন-কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ২৬কুড়িগ্রাম ২আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী আলহাজ্ব মোঃ জাফর আলী।
সোমবার রাতে নাজিম খান ইউনিয়ন হাসপাতাল মাঠে নাজিম খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক পাটোয়ারী নয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমিন ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ঈমাম আলম (হিরু)র সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল মিঠু সরকার চেয়ারম্যান উলিপুর উপজেলা পরিষদ, সুমন কুমার রায় (সভাপতি) রাজারহাট উপজেলা ছাত্রলীগ, মোঃ রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক ছাত্রলীগ রাজারহাট উপজেলা প্রমুখ।
জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতা-কর্মী শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেন।