রাজারহাটে ১০কেজি গাঁজাসহ আটক-১
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
রাজারহাটে হানিফ পরিবহনের একটি নৈশ্য কোচ থেকে ১০কেজি গাঁজা ভর্তি ব্যাগ সহ হেলপারকে আটক করেছে পুলিশ । আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪০)।
তিনি নওগা জেলার পত্নীতলা উপজেলা সদরের মৃত মানিক মিয়ার পুত্র। নৈশ কোচে হেলপারীর অন্তরালে আলমগীর মাদক কারবারির সাথে জড়িত ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে চিলমারী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনে রাজারহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় তল্লাশী চালিয়ে নৈশ্য কোচের চেসিজের সাথে বিশেষ কৈশলে রাখা এক ব্যাগ ভর্তি ১০কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে মাদক কারবারীর সাথে জড়িত হানিফ পরিবহনের হেলপার আলমগীরকে পুলিশ গ্রেফতার করে। রাতে এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
https://www.songbadtoday.com/?p=76878
Post Views: ৮৮