বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
রবিবার ৫ মে রাত ১০ ঘটিকায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাত ইউনিয়নের আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় তারা সকলে বলেন উপজেলা নির্বাচনে সমন্বিত ভাবে মোটরসাইকেল মার্কার পক্ষে কাজ করে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পিকে চেয়ারম্যান হিসেবে অভিষেক ঘটাতে বদ্ধ পরিকর।
বিগত সময়ে উপজেলার সামাজিক রাজনৈতিক বিপুল পরিবর্তন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অসামান্য অবদানের কথা বিবেচনা করে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন রাজারহাট উপজেলার বর্তমান যে শান্তিপূর্ণ পরিবেশ আমরা পেয়েছি তা আমাদের ধরে রাখতে আবারও আমাদের আরেকটি বিজয়ের প্রয়োজন।
আমরা বিজয় লাভের মাধ্যমে বাকি কিছু কাজ রয়েছে সেগুলো সমাপ্ত করা হবে। সে জন্য দরকার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে মোটরসাইকেল মার্কার পক্ষে কাজ করা। একটি আধুনিক স্মার্ট রাজারহাট গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত সকলেই ঐক্যবদ্ধ হয়ে মোটরসাইকেল মার্কা তথা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি’কে সমর্থন জানান।